Social Icons

রবিবার, ২৫ জুন, ২০২৩

নাসিম খান ছিলেন আপষহীন শক্ত মনোবল-সম্মিলিত একজন লৌহমানব।

জনাব, আলহাজ্ব এম নাসিম খান 
ছিলেন আপষহীন শক্ত মনোবল-সম্মিলিত 
একজন লৌহমানব।
ইস কওম কা কিয়া হোগা" এই জাতির কি হবে

এই নিয়ে তাকে দিনের পর দিন দুর্বলতা দুর্বল করে তোলে। একদিকে বয়সের ভার অন্য দিকে নিপীড়িত বঞ্চিত মানবতার চিন্তা আরেক দিকে বিরোধীদের নানাবিধ: মিথ্যা অপবাদ ও অপপ্রচার তাকে এ মানবিক দায়িত্ব হতে বিচ্যুত  করতে পারে নাই কারণ তিনি ছিলেন শক্ত মনোবল সম্মিলিত একজন লৌহমানব।  ১৯৭৮ ইং সালে লং মার্চের নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। কারাবরণ করেন এই বয়বৃদ্ধ নেতা।  তবুও তিনি তার আদর্শ হতে পিছপা হননি।

আলহাজ্ব এম নাসিম খান এর সংক্ষিপ্ত জীবনি

আলহাজ্ব এম নাসিম খান এর সংক্ষিপ্ত জীবনি 

বাংলাদেশে একমাত্র ব্যাক্তি, জিনি পাসপোর্ট ছাড়া 
সৌদির বাদশা'র আমন্ত্রণে হজ্ব পালোনে সৌদি আরব  ও জেনেভায় সফর করেছিলেন।

আলহাজ্ব এম নাসিম খান 
শ্রমিক সংগঠনের সাধারণ মানুষের দুঃখ দুর্দশার 
প্রতি ছিলেন যত্নবান ও প্রতিকারমূলক কর্মকাণ্ডে নিবেদিত প্রাণ। 

বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে তিনি সাধারণ মানুষের দুঃখ লাঘবে হবে বড় ভূমিকা রেখে গেছেন।

নাসিম খান এর সংক্ষিপ্ত জীবনি

এসপিজিআরসি'র প্রতিষ্ঠতা ও প্রধান পৃষ্ঠপোষক 
আলহাজ্ব এম, নাসিম খান সাহেবের সংক্ষিপ্ত জীবনি।

শৈশবকাল হতেই পারিবারিক, সামাজিক কর্মকান্ডে সাংশ্লিষ্ঠতা থাকার কারনে তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সহিত যুক্ত হয়ে জনহিতকর কর্মকাণ্ড পরিচালনা করায় একজন স্নেহভাজন, বিশ্বাসযোগ্য ও সকলের নিকট গ্রহণযোগ্য ব্যাক্তি হিসেবে  সুখ্যাতি অর্জন করেন।

আলহাজ্ব এম নাসিম খান এর সংক্ষিপ্ত জীবনি

এস পি জি আর সি'র, প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক 
ক্যাম্পে বসবাসরত অবাঙালীদের মাজলুম নেতা
আলহাজ্ব এম নাসিম খান 
ধর্মীয় অনুশাসন ও পারিবারিক ঐতিহ্যকে বুকে ধারণ করে তিনি তাঁর জীবনের প্রথম ধাপ তথা মাদ্রাসার ধর্মীয় শিক্ষা গ্রহণে একজন মেধাবী ও শিক্ষকমন্ডলীর নিকট স্নেহভাজন ছাত্র হিসেবে শিক্ষা জীবনের প্রথম ধাপ সম্পন্ন করেছিলেন।

আলহাজ্ব এম নাসিম খান

    আলহাজ্ব এম নাসিম খান এর সংক্ষিপ্ত জীবনি

পৃথিবীতে সংঘাতব্য যে কোন বিপর্যয়ে পরম সৃষ্টিকর্তা যুগে যুগে বীর সেনানীদের জন্ম দিয়ে তাদের মাধ্যমে বিপর্যস্ত মানবতার পক্ষে লড়াকু সৈনিক হিসেবে জন্ম দান করেছেন।
আলহাজ্ব মোহাম্মদ নাসিম খানকে ও

ঠিক সেইরুপ দু:স্থ মানবতার পক্ষে লড়াকু 
এক সৈনিক হিসেবে সৃষ্টিকর্তা বেছে নিয়ে ছিলেন।