Social Icons

শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

রৌফাবাদ (রউফাবাদ) নামকরণে ইতিহাস

চট্টগ্রাম সিটি কর্পোরেশন আওতাভুক্ত ৭ নং ওয়ার্ড ও পাঁচলাইশ থানা অন্তর্ভুক্ত রউফাবাদ কলোনির নাম করনের ইতিহাস। 
১৯৪৭ ইং সালে ভারত বর্ষ বিভক্ত হওয়ার পর, ভারত হইতে অনেক মুসলিম মোহাজের পরিবার পরিজন নিয়ে পুর্ব পাকিস্তানে চলে আসেন, ভারত হইতে আগত মোহাজেরদের পুণর্বাসনের লক্ষে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার চট্টগ্রাম পাঁচলাইশ থানা অন্তর্গত দুটি এলাকায় পুণর্বাসনের উদ্যোগ নেয়। 
১ (রউফাবাদ) ২ (হামজারবাগ)
এই দুটি এলাকা ১৯৫২/৫৩ ইং সালে তৎকালীন সময়ে পশ্চিম ষোল শহর রিফুজি ক্যাম্প নামে পরিচিত পায়।
পশ্চিম ষোল শহর রিফুজি ক্যাম্পে মোহাজেরদের পুণর্বাসনের জন্য ১৯৫২/৫৩ ইংরেজি সালে ত্রান ও পুণর্বাসন মোহাজেরদের নামে ১৫.৯০ একর জমি অধিগ্রহণ করেন,
তৎকালীন ১৯৫২/৫৩ থেকে ১৯৬০ ইং পর্যন্ত সর্বমোট ২৬০ পরিবারকে জমি বরাদ্দ দেয়া হয়।
প্রতিটি পরিবারকে ২৫×৫০=১২৫০ বর্গ ফুট জমি ৮৩৫/=টাকা মুল্য ধরে দেয়া হয়। 
১৯৬৩ ইং সাল পর্যন্ত অত্র এলাকার নাম পশ্চিম ষোলো শহর রিফুজি ক্যাম্প নামেই ছিলো ১৯৬৪ ইং সালে চট্টগ্রামে 
আব্দুর রউফ নামের একজন ডেপুটি কমিশনার আসেন এবং তার অধিনে উক্ত এলাকার ব্যাপক উন্নয়ন হয়, এলাকাবাসী আব্দুর রউফ সাবের আন্তরিকতা ও ভালোবাসায় মুগ্ধ হয়ে, চট্টগ্রাম ডেপুটি কমিশনার আব্দুর রউফ সাহেবের নামে পশ্চিম ষোলো শহর রিফুজি ক্যাম্প নাম পরিবর্তন করে (রউফাবাদ) নামকরণ করেন। বর্তমান অনেকে (রৌফাবাদ) ও লিখে থাকেন।
হামজারবাগ নামকরনের ইতিহাস আমার জানা নেই।
বর্তমান (রউফাবাদ) এলাকায় ১৫/২০ হাজার লোকের বসবাস।
(রউফাবাদ) এলাকায় বর্তমান ভোটার সংখা পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় ১০/১১ হাজার রয়েছে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন